নগরে নগরে দাগী অপরাধীদের খোঁজে শুরু হলো পুলিশের ফ্ল্যাগমার্চ
ত্রিপুরা, ১১ ডিসেম্বর : রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট এখনো ঘোষণা করেনি দেশের নির্বাচন কমিশন। কিন্তু শুরু হয়ে গেছে নির্বাচনী প্রস্তুতি আবহ, রাজনৈতিক দলগুলোর প্রচার কর্মসূচির বাইরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এরমধ্যে শাসকদল তাদের নির্বাচনী। প্রচার ও নির্বাচন ব্যবস্থাপনার জাম্বো কমিটি গঠন করে নিয়েছে। এখন পুলিশ প্রশাসন বিভিন্ন জেলাতে শুরু করেছে ফ্ল্যাগ মার্চ।রাস্তায় পুলিশী টহল এতে করে সাধারণ্যে ধারণা যেকোন সময়ে রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে যেতে পারে।
বিশেষ করে পুলিশের এই তৎপরতা জনমনে এই ধারণা আরো ব্যাপক ভাবে প্রকট হচ্ছে, জেলা ও মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে পুলিশ টিএসআর ও সিআরপিএফের জওয়ানদের নিয়ে রোড মার্চ করা শুরু হয়েছে।
যদিও এখনো নির্বাচন কে কেন্দ্র করে রাজ্যে কোনো অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আসেনি।রাজ্যে যেসংখ্যক পুলিশ টিএসআর ও সিআরপিএফ রয়েছে তাদের দিয়েই চলছে এই রোড মার্চ। ইতিমধ্যে ঊনকোটি জেলা পশ্চিম জেলা সিপাহিজলা জেলাতে হচ্ছে। পুলিশের তরফে জানা গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ। আগামী বিধানসভা নির্বাচনের আগে যাতে কোন ধরনের অশাস্তি না ঘটে তারই জন্য এখন থেকে পুলিশ উদ্যোগ নিতে শুরু করেছে। এছাড়া পুলিশের খাতায় বিভিন্ন অপরাধ মূলক কাজের অভিযোগে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদেরও খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। তাদের সন্ধান পেলে পুলিশ তাদের আটক করবে..