নতুন রাজভবনের শিলান্যাস রাজ্যপাল এবং মুখ্যমন্ত্ৰীরকামরূপ মহানগরের গুয়াহাটিতে ১,৭৭৭ কোটি টাকার বিভিন্ন প্ৰকল্পে শিলান্যাস ড. শর্মার
ত্রিপুরা, ৬ ডিসেম্বর : অসমে নতুন রাজভবনের শিলান্যাস করেছেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি এবং মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। আজ বৃহস্পতিবার সকালে খারঘূলিতে পুরনো রাজভবনের কাছেই অত্যাধুনিক নতুন রাজভবনের শিলান্যাস করেছেন তাঁরা। নতুন রাজভবনের নতুন নাম দেওয়া হয়েছে ‘রাজনিবাস’। এছাড়া আজ কামরূপ মহানগর জেলার গুয়াহাটিতে ১,৭৭৭ কোটি টাকার বিভিন্ন প্ৰকল্প নিৰ্মাণের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। ভূমি পূজনের মাধ্যমে আজ থেকেই এগুলির কাজ শুরু হয়েছে। ‘রাজনিবাস’-এর শিলান্যাসের পর আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী ড. শর্মা বলেন, নতুন রাজভবনের নির্মাণ সম্পূৰ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যমান রাজভবন থেকে অত্যাধুনিক রাজনিবাসে স্থানান্তর হবে রাজ্যপালের সরকারি বাসভবন। মোট ৪১ কোটি ৩২ লক্ষ ৫১ হাজার টাকায় ব্যয়সাপেক্ষে নিৰ্মীয়মাণ রাজনিবাসের নির্মাণকার্য সম্পূৰ্ণ করার লক্ষ নেওয়া হয়েছে ১৮ মাস। ১৮ মাসের মধ্যে রাজনিবাসটি তৈরি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, প্ৰায় ৯,৬৩১ বৰ্গমিটার এলাকায় নিৰ্মাণ করা হবে নতুন রাজনিবাস। ব্রহ্মপুত্র তীরবর্তী পাহাড়ে নতুন রাজভবন (রাজনিবাস)-এর নৈসৰ্গিক পরিবেশ ভারতের মধ্যে অন্যতম ভবন হবে। এখানে হেলিপেডের ব্যবস্থাও থাকবে, জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, ব্রহ্মপুত্রের তীরে বিদ্যমান রাজভবনটি ভূমিধসের শিকার হওয়ার আশংকা দেখা দেওয়ায় নতুন রাজনিবাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোটেল বেলিভিউ-এর জমি অধিগ্ৰহণ করে রাজনিবাস তৈরি হবে। হোটেল মালিককে জমির ন্যায্য মূল্য দেওয়া হয়েছে..