Feature NewsfleshNewsভারত

নভেম্বরে বেকারত্বের হার তিনমাসের মধ্যে সর্বোচ্চ !

ত্রিপুরা, ৩ ডিসেম্বর : দেশে আবারও বাড়ছে বেকারত্ব! আর নভেম্বরে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৮.০ শতাংশে। সর্বশেষ রিপোর্টে এ কথা জানিয়েছে সেন্টার ফফ মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। সি এম আই ই’র এই সমীক্ষার তথ্য রীতিমত আতঙ্ক বাড়াচ্ছে। দেখা যাচ্ছে নভেম্বর মাসে বেকারত্বের হার বেড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। শহরে এই বেকারত্বের হার মাসে শতাংশ থেকে বেড়ে নভেম্বরেই ৮.৯৬ শতাংশে পৌঁছে গিয়েছে। যদিও গ্রামীণ এলাকাতে বেকারত্বের হার ৮.০৪ শতাংশ থেকে কমে ৭.৫৫ শতাংশে এসেছে। কিন্তু শহরের হিসাবে বেকারত্বের হার রীতিমত হার বাড়াচ্ছে। গ্রামের থেকে শহরে বাড়ছে বেকারত্বের হার। গোটা দেশেই ছবিটা কার্যত এক।

বিশেষ করে গত মাসের তুলনাতে তা অনেকটাই বেড়েছে।

সেন্টার ফল মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তরফে দেওয়া তথ্য অনুযায়ী যেখানে গত মাসে এই হার ছিল ৭.২১ শতাংশ। সেখানে নভেম্বরের বেকারত্বের হার বেকারত্ব ৮.৯৬। অন্যদিকে গ্রামীণ এলাকার বেকারত্বের হার কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। বলে রাখা প্রয়োজন, প্রযুক্তি ক্ষেত্র সহ একাধিক ক্ষেত্রে চলছে কর্মী ছাঁটাই। সেখানে দাঁড়িয়ে এই রিপোর্ট চিন্তা বাড়াচ্ছে বলেই মত। সরকার আলাদা ভাবে বেকারত্ব নিয়ে কোনও আলাদা রিপোর্ট প্রকাশ করে না। ফলে মুম্বাইয়ের সংস্থা সি এম আই ই-এর রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ। ফলে অর্থনীতিবিদ এবং নীতি নির্ধারকরা খুব গুরুত্ব দিয়েই এই রিপোর্ট দেখে থাকে। অন্যদিকে, জাতীয় পরিসংখ্যান কমিশন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *