নভেম্বরে সাংবাদিকদের স্বীকৃতি শীঘ্রই ডিএ ঘোষণা : সুশান্ত
ত্রিপুরা, ৩০ অক্টোবর : রাজ্যের কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে রাজ্য সরকারের। এই দৃষ্টিভঙ্গির নিরিখেই সরকার সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া পূরণে তৎপর রয়েছে। নভেম্বরের মধ্যে আড়াইশোর বেশি সাংবাদিককে সরকারী পরিচয়পত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এ কথা বলে পাশাপাশি জানান, রাজ্য সরকারী কর্মচারীদের আরেক দফা মহার্ঘভাতা প্রদান করা হবে।
এ সংক্রান্ত ঘোষণা করা হবে অচিরেই। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সম্মেলন ও কর্মশালার দুদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অংশ নিয়েছেন মন্ত্রী শ্রী চৌধুরী। অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। শনিবার রাজ্যের রাজধানী শহর আগরতলার কুঞ্জবনস্থিত শহিদ ভগৎ সিং যুব আবাসে জার্নালিস্টস অ্যাসোর সাধারণ সম্মেলন শুরু হয়েছে। সাধারণ সম্মেলন ও কর্মশালা চলবে রবিবার সন্ধ্যা পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ভাষণ দিতে গিয়ে তথ্য সংস্কৃতি মন্ত্রী শ্রী চৌধুরী জানান, রাজ্য সরকার কর্মরত সাংবাদিকদের জন্য পেনশনের পরিমাণ বাড়িয়ে মাসিক দশ হাজার করেছে।