নয়া মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করতে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী
ত্রিপুরা , ৪ মার্চ : নতুন মন্ত্রিসভা গঠনের জন্য বিজেপি হাইকমান্ডের সঙ্গে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুক্রবার দিল্লি গেছেন। নতুন মন্ত্রিসভায় কে কে ঠাঁই পাবে তার তালিকা চূড়ান্তকরা হবে। জানা গেছে এবারের মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ আসতে পারে। আগামী ৮ মার্চ রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরো বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকার কথা রয়েছে। শুক্রবার রাজভবনে গিয়ে নিজের পদত্যাগ পত্র পেশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার ফলাফল ঘোষণার মধ্য দিয়ে রাজ্যে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি দল। শরিক আইপিএফটি পেয়েছে একটি আসন। গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় শেষ হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। অপরদিকে উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় এবং নাগাল্যান্ডেও ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয় ২৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে তিন রাজ্যের ভোট..