নাগাল্যান্ডে জয় বিজেপি জোটের
ত্রিপুরা, ২৮ ফেব্রুয়ারী : বিকেল চারটেয় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে উত্তর-পূর্বের দুই রাজ্য মেঘালয় এবং নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের ৫৯টি আসনে ভোটগ্রহণ। নাগাল্যান্ডে মোট বুথের সংখ্যা ২৩১৫টি। ভোটারের সংখ্যা প্রায় ১৩ লক্ষ। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ছয় লক্ষ ৫৫ হাজার ১৪৪ ২০১৮ সালের নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে | বিজেপি ১২ টি অা সনে | জিতেছিল। ২৬ টি আসনে | জিতেছিল নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)। একটি আসনে জিতেছিল জেডিইউ। ১৭ টি আসনে জিতেছিল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি)। নির্দলরা জিতেছিল একটি আসনে। এ বছর নাগাল্যান্ডের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫৯টিতে একটি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি ৬০টি আসনের মধ্যে ১২ টিতে জিতেছিল। চলতি নির্বাচনে এনডিপিপি (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি)-র সঙ্গে জোটবদ্ধ হয়ে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে। আসন ভাগাভাগি চুক্তিতে, এনডিপিপি ৪০টি আসনে এবং বিজেপি ২০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।বিকেল ৩টে পর্যন্ত নাগাল্যান্ডে ভোট পড়েছে ৭২.৯৯ শতাংশ। এবার বুথফেরত সমীক্ষা। আগামী ২ মার্চ ফলপ্রকাশের আগে এক্সিট পোলের মাধ্যমে সেই ফলাফল নিয়ে কিছুটা আভাস মিলতে পারে..