নাড্ডার হাত ধরে আজ প্রকাশিত হবে বিজেপির ইস্তেহার
ত্রিপুরা, ৯ ফেব্রুয়ারী : প্রতিটি বিধানসভা ভোটের আগেই রাজনৈতিক দলগুলি জনগণের সামনে কিছু প্রতিশ্রুতি তুলে ধরেন। পুস্তক আকারে সেই প্রতিশ্রুতিগুলি তারা তুলে ধরে থাকেন। রাজনৈতিক ভাষায় যেগুলিকে সাধারণত বলা হয়ে থাকে ইশতেহার। অন্যভাবে বললে বলা যায় ইশতেহার হলো রাজনৈতিক দলগুলির কাছে একটি দলিল। যার উপর ভিত্তি করেই তারা গণদেবতাদের কাছে ভোট প্রার্থনা করে। জনগণও সেই প্রতিশ্রুতির উপর চোখ বুলিয়েই তাদের মতাধিকার প্রয়োগ করে থাকেন। ইতিমধ্যেই রাজ্যের শাসকদল বিজেপি বাদে সবকয়টি রাজনৈতিক..