নামছে পারদ, পুজো কাটতেই শীতের আমেজ শহরে
ত্রিপুরা, ৩১ অক্টোবর : পুজো কাটতেই শীত শীত আমেজ শহরে। সপ্তাহান্তে এক ধাক্কায় ৪ ডিগ্রি পারদ পতন ঘটল। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই বছর শীত দীর্ঘস্থায়ী হবে। ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত শীত থাকবে। কলকাতার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। সকালের দিকে শীতের আমেজ বজায় থাকবে। কিছু এলাকায় শিশির বা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।
তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে।
রবিবার কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯২ শতাংশ। আগামী পাঁচ দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করার জন্য তাপমাত্রার পারদ কমছে শহরে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আপাতত শুকনো থাকবে । দিন ও রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেও আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন বা রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে আপাতত বঙ্গে শীত প্রবেশের কোনও সম্ভাবনাই নেই। শীতের প্রবেশ ১৫ ডিসেম্বরের পর থেকেই শীত পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।