Feature Newsfleshএই মুহূর্তেত্রিপুরা

নারিকেল কুঞ্জের কটেজ উদ্বোধন ১৭ই

ত্রিপুরা, ১৬ অক্টোবর : উদ্বোধনের অপেক্ষায় নারিকেল কুঞ্জের কটেজ বা কুঁড়েঘর । আগামী ১৭ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে শুভ উদ্বোধন হতে চলেছে কটেজ বা হাওয়া মহলের। বর্তমান রাজ্য সরকার ডুম্বুর জলাশয়ের দ্বীপে গড়ে ওঠা নারিকেল কুঞ্জকে পর্যটকদের কাছে আরো বেশি করে আকর্ষণীয় করে তুলতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই নারিকেল কুঞ্জকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সেখানে গড়ে উঠেছে হেলিপ্যোড গ্রাউন্ড।

প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নারিকেল কুঞ্জে যাওয়ার জন্য নতুন রাস্তা তৈরি করা হয়েছে।

পর্যটকদের আকর্ষণীয় করে তুলতে নারিকেল কুঞ্জ সংলগ্ন ডুম্বুর জলাশয়ে একাধিক স্পিড বোর্ট রয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য বসানো হয়েছে টিএসআর ক্যাম্প। রয়েছে বিভিন্ন রকমারি খাবারের দোকান এতসব থাকার পরও এতদিন পর্যন্ত নারিকেল কুঞ্জে পর্যটকদের রাত্রিযাপনের কোন ব্যবস্থা ছিল না। অবশেষে পর্যটকরা যাতে নারিকেল কুঞ্জে রাত্রি যাপন করতে পারে তার জন্য কয়েক কোটি টাকা ব্যয়ে ২৩টি কটেজ বা কুঁড়েঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৫টি ঘরের নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর ১৫টি ঘরের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উদ্বোধনকে সামনে রেখে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *