নিয়ন্ত্রণহীন সন্ত্রাস চলছেই রাজ্যজুড়ে বাড়ছে আতঙ্ক
ত্রিপুরা, ১৩ মার্চ : কোনভাবেই রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ন্ত্রণে আসছে না। বহু ক্ষেত্রে শাসক দলীয় কর্মী সমর্থকরা সর্বশান্ত হচ্ছে স্বদলিত কর্মীদের হাতেই। ভোট গণনা সম্পন্ন হয়েছে দশ দিন। এখনো যেন নিয়ন্ত্রণহীন ভাবেই সন্ত্রাস অব্যাহত রয়েছে। সব থেকে ভয়াবহ বিষয় হচ্ছে নির্বিচারে মানুষের বাড়ি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। একটি পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়া মানেই ওই পরিবারটিকে হত্যা করার শামিল। এখন প্রতিদিন সামাজিক মাধ্যমে শুধুই রাজ্যের নির্বাচনোত্তর সন্ত্রাসের ধ্বংসলীলা প্রত্যক্ষ করছে রাজ্য ও দেশবাসী। এই ভয়াবহ সন্ত্রাসের অবস্থা দেখে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। তারপরও যেন লাগাম নেই রাজ্যের নির্বাচনোত্তর সন্ত্রাসের। গত ২৪ ঘন্টায় রাজ্যে অসংখ্য সন্ত্রাসের ঘটনা সংঘটিত হয়েছে। বেশ কয়েকটি স্থানে বাড়ি ঘর, মোটর বাইক ও বাজার পুড়িয়ে দেয়ার ঘটনার অভিযোগ উঠেছে। রাজধানীর শহর লাগোয়া কাশিপুরে মন্টু দেবনাথ ও দীপক দেবনাথ এর বাড়িতে শনিবার রাতে আক্রমণ সংঘটিত হয় এবং সেখানে মোটরবাইক আগুনে পুড়িয়ে দেওয়া সহ..