Feature Newsfleshএই মুহূর্তেত্রিপুরা

নির্বাচনের মুখে আরও ডিএ প্রদানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ত্রিপুরা, ২৪ অক্টোবর‌ : ভোটের দামামা বাজিয়ে দিলেন নিজের নির্বাচনী কেন্দ্র টাউন বড়দোয়ালীতে। ঘোষণা করলেন, রাজ্য সরকারের কর্মচারীরা সাড়ে চার বছরে ৮ শতাংশ মহার্ঘভাতা পেলেও সরকারের চিন্তাভাবনা রয়েছে আরও মহার্ঘভাতা প্রদানের। একই সঙ্গে, এইমসের আদলে ত্রিপুরা মেডিকেল কলেজকে সাজানো, ৯টি পরিষেবা নিয়ে এজিএমসিতে সুপার স্পেশালিটি স্বাস্থ্য পরিষেবা চালু এবং ডেন্টাল কলেজ স্থাপন করা বললেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।

রবিবার সকালে রাজধানীর শান্তিপাড়ায় ঐক্যতান যুব সংস্থাকে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে এম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন।

ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, আগরতলা সরকারি মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক তপন মজুমদার এবং ক্লাবের সভাপতি নাগাধিরাজ দত্ত প্রমুখ। এদিন মুখ্যমন্ত্রী নিজেই ধর্মীয় আচার মেনে নারকেল ভাঙার পর এম্বুলেন্সটি চালিয়ে নিয়ে যান, বাজতে থাকে সাইরেন। ফটাফট ল্যান্সে বন্দি হয়ে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটানা প্রায় কুড়ি বছর তিনি ক্লাবের সম্পাদক এবং পরবর্তী সময়ে ১৪ বছর ছিলেন সভাপতির দায়িত্বে। সেদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *