নির্বাচনের মুখে বাজারে মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কমিটি
ত্রিপুরা, ১১ জানুয়ারি : বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য লাগামছাড়া বৃদ্ধি রুখতে বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য সরকার অবশেষে উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে। আগরতলাসহ রাজ্যের বাজারগুলিতে দিনের পর দিন নিত্যপ্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য অবাধে ও নির্বিবাদে লাগামছড়া বৃদ্ধি পেতে থাকায় বাজারে কিনে আনতে গিয়ে ক্রেতা ধারণ প্রচণ্ড বিপাকে পড়ছেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য এতটাই চড়া ও আকাশছোঁয়া যে নিম্ন রোজগারের সাধারণ মানুষ গরিব অংশের মানুষের ক্রয়ক্ষমতা নাগালের বাইরে চলে গেছে বলে তাদের অভিযোগ। আরও অভিযোগ রাজ্য সরকার, প্রশাসন ও খাদ্য দপ্তর, লিগাল মেট্রোলজি ইত্যাদি সরকারী দপ্তরগুলি বাজারে লাগামছাড়া মূল্যবৃদ্ধি রুখতে নিয়মিত পাইকারি বাজার ও খুচরো বাজারে সঠিকভাবে নিয়মিত বাজারে নজরদারি করছে না। বাজারে গিয়ে অযথা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিযান না করায় অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে মূল্যবৃদ্ধি করছে বলেও অভিযোগ। তাই এখন সামনে বিধানসভা নির্বাচন। বহি:রাজ্য থেকে..