Feature NewsNewsত্রিপুরারাজনীতি

নির্বাচন এগিয়ে আসতেই দলবদলের পালা শুরু, শক্তি বৃদ্ধি শাসকদলের

ত্রিপুরা, ১১ অক্টোবর : সম্প্রতি চড়িলাম মন্ডলের ১৭ নং বুথে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির এক উঠান সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন চড়িলাম মন্ডলের মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, চড়িলাম মন্ডলের সম্পাদক রিংকু মিয়া, ১৭ নং বুথের বুথ সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা। আজ উঠান সভায় মধ্য দিয়ে আগামী দিনের সাংগঠনিক শক্তিকে মজবুত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন চড়িলাম মন্ডলের মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, ১৭ নং বুথে উঠান সভার মধ্যে কংগ্রেস এবং সিপিএম দল থেকে ১১ পরিবারের ৪২ ভোটার সিপিএম এবং কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে শামিল হন। উঠান সভায় আলোচনা করতে গিয়ে চড়িলাম মন্ডলের মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ বলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিষ্ণু বর্মনের চড়িলাম এলাকার যেভাবে উন্নয়নমূলক কাজ করছে সেই উন্নয়নের নিরিখে চড়িলাম এলাকার আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের ১১ পরিবারের ৪২ ভোটার কংগ্রেস সিপিএম দল ত্যাগ করে আমাদের দলে সামিল হন। রাজ্যের উপমুখ্যমন্ত্রী চাইছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিতভাবে কাজ করার জন্য। রাজ্যের সরকার..

সূত্র : আজকের ফরিয়াদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *