নির্বাচন কমিশনার হলেন অরুণ গোয়েল
ত্রিপুরা, ২১ নভেম্বর : সদ্য অবসর নেওয়া আইএএস অফিসার অরুণ গোয়েলকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হলো। শনিবার সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ১৯৮৫ ক্যাডারের আইএএস বর্তমানে অবসরপ্রাপ্ত আধিকারিক অরুণ গোয়েলকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেছেন। যেদিন থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন সেদিন থেকেই তার এই নিয়োগ কার্যকর হবে।
ভারী শিল্প সচিবের দায়িত্বে থাকা গোয়েল গতকালই তার চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়েছেন।
যদিও চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল। ওইদিন ৬০ বছর সম্পূর্ণ হলে তার অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তার একমাস আগেই স্বেচ্ছা অবসর নিয়ে নেন গোয়েল। আর পরদিনই নির্বাচন কমিশনার হিসাবে তার নিয়োগ হয়ে গেল।