নেতাজী মাঠে প্রধানমন্ত্রীর মনের কথা শুনলেন মুখ্যমন্ত্রী
ত্রিপুরা, ২৮ নভেম্বর : ‘পার্টি উইথ ডিফারেন্স পার্টি বিজেপি’ ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা। এই দলের আদর্শ উন্নয়ন এবং জনগণের সেবা করা। আজ আগরতলার নেতাজী সুভাষ বিদ্যানিকেতন মাঠে, ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভার কার্যকর্তা ও সাধারণ জনগনের সাথে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত’ অনুষ্ঠান শ্রবন এবং প্রদেশ বিজেপি আহুত রাজ্যব্যাপী ‘ঘরে ঘরে বিজেপি অভিযানের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
তিনি বলেন, রাজ্যে গুড গভর্নেন্স এর সরকার চলছে।
এই সরকারের বিকাশমুখী প্রকল্প গুলোর কথা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যেই “ঘরে ঘরে বিজেপি” কর্মসূচি উদ্যোগ নেয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে এদিন উঠে আসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রদত্ত ‘মন কি বাত” অনুষ্ঠানে উত্থাপিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দেশ কতটা উন্নত হয়েছে তার উদাহরণ আজ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এই ক্ষেত্রে তিনি ড্রোন প্রযুক্তি ব্যবহারের কথা তুলে ধরেন। রাজ্যেও ড্রোন টেকনোলজি সেন্টার গড়ে তোলার প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, এখন রাজ্যের..