NewsPopular Newsত্রিপুরারাজনীতি

নেশার বিরুদ্ধে সংস্কৃতিকে প্রাধান্য, ২৩ শে আসছেন সনু নিগম, ত্রিপুরা সরকারের বিশাল আয়োজন

ত্রিপুরা, ২০ ডিসেম্বর : নেশার বিরুদ্ধে যুব সমাজকে অনুপ্রাণিত করার লক্ষ্যে মেগা আয়োজন করেছে ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দফতর। আগামী ২৩ ডিসেম্বর দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী সনু নিগম কনসার্ট-এ গান গাইবেন। তাছাড়া, সারা ত্রিপুরায় ১৫০০ ক্লাব-কে ক্রীড়া সামগ্রী বন্টন করা হবে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি জানিয়েছেন, আইআইটি থেকে উত্তীর্ণ বিশেষজ্ঞদের দ্বারা ত্রিপুরায় ড্রোন শো করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন তিনি বলেন, খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরার রাজ্যভিত্তিক চূড়ান্ত কর্মসূচী আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে। এ উপলক্ষ্যে ওইদিন সন্ধ্যায় বিখ্যাত সঙ্গীত শিল্পী সনু নিগম কনসার্ট-এ গান গাইবেন। ত্রিপুরা সরকারের আহবানে সাড়া দিয়ে তিনি সাংস্কৃতিক কর্মসূচীতে অংশ নিতে আসছেন। সাথে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী যোগ করেন, ওই কর্মসূচীর অধীনে সারা ত্রিপুরায় ১৫০০ ক্লাব-কে ক্রীড়া সামগ্রী বন্টন করা হবে। যুব নেশার বদলে ক্রীড়ার প্রতি আকৃষ্ট হওয়ার লক্ষ্যেই ওই আয়োজন করা হচ্ছে। তিনি জানান, ফুটবল, ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল, ব্যাডমিন্টন, ভলিবল, ক্যারাম ক্লাবগুলিকে দেওয়া হবে। তাতে, প্রত্যেক ক্লাব পিছু ২০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।এদিন তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ৩টায় বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। ওই মিছিলে যুব সমাজের প্রত্যেককে অংশগ্রহণে আহবান জানানো হচ্ছে। তাঁর দাবি, নেশার বিরুদ্ধে ত্রিপুরা সরকার সংস্কৃতিকে প্রাধান্য দিচ্ছে। তাই, ওইদিন সনু নিগমের পাশাপাশি স্থানীয় শিল্পীদেরও অনুষ্ঠান রাখা হয়েছে। তিনি জানান, সনু নিগমের কনসার্ট-এ প্রবেশ উন্মুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *