নেশা কারবারীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর
ত্রিপুরা, ১১ নভেম্বর : রাজ্যে নেশা কারবারীদের বিরুদ্ধে এবার সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কারণ প্রতি ঘরে সুশাসন অভিযান চালাতে গিয়ে মুখ্যমন্ত্রীর চক্ষু চড়ক গাছ। সরকারি বা দলীয় কাজে তিনি যেখানেই ছুটে যাচ্ছেন সেখানেই নেশাকারবারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে ভুড়ি ভুড়ি অভিযোগ পাচ্ছেন। সৎ নিষ্ঠাবান বিজেপি কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করেছেন পৌনে পাঁচ বছরে নেশা কারবারী করে আজ অনেকেই প্রভূত অর্থ ও সম্পত্তি গড়ে তুলেছে। তারাই আজ বিজেপি’র অগ্রণী সারিতে।
নেশা কারবারীদের সঙ্গে বহু বিধায়ক মন্ত্রীর দহরম।
মন্ত্রী বিধায়কদের একাংশও নেশা কারবারীদের জামাই আদর করছে। আর এ সমস্ত কারণেই বিজেপি দলেরও বদনাম হচ্ছে। সরকারেরও বদনাম হচ্ছে। সামনেই বিধানসভা ভোট, সরকার বা দল যদি নেশা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে বিজেপি দলকেই খেসারত ভুগতে হবে আসন্ন বিধানসভা নির্বাচনে। এ বিষয়টি অনুধাবন করতে পেরেই মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বৃহস্পতিবার সচিবালয়ে নারকো কো-অর্ডিনেশন সেন্টারের রাজ্যভিত্তিক সভায় পুলিশের ডিজি’কে নির্দেশ..