ন্যাশন্যাল মিডিয়া অ্যাওয়ার্ডের আবেদনপত্র আহ্বান
ত্রিপুরা, ১৬ অক্টোবর : ২০২২ সালে নির্বাচকদের মধ্যে নির্বাচন সম্পর্কে সচেতনতা সৃষ্টির কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য “ন্যাশন্যাল মিডিয়া অ্যাওয়ার্ড” দেওয়ার ঘোষণা করছে ভারতের নির্বাচন কমিশন। প্রিন্ট, ইলেকট্রিক (টেলিভিশন), রেডিও ও অনলাইন (ইন্টারনেট/সোশ্যাল মিডিয়া)- এই চার ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
পুরস্কার হিসেবে থাকবে মানপত্র, ফলক ও নগদ টাকা।
সেজন্য মিডিয়া সংস্থাগুলির কাজ থেকে আবেদনপত্রের আহ্বান করা হয়েছে। সরকারি নির্বাচন কমিশনের কাছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২২ এবং ২৫ জানুয়ারি, ২০২০-এর জাতীয় ভোটার্স ডে-তে এই পুরস্কার দেওয়া হবে। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট..