পঁচাত্তর হাজার নিয়োগপত্র দিয়ে রোজগার মেলার সূচনা মোদির
ত্রিপুরা, ২৩ অক্টোবর : শনিবার ভার্চুয়ালি ‘রোজগার মেলার’সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ‘রোজগার মেলায়’ দেশের ৭৫ হাজার যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এবার এই নিয়োগ নিয়ে কংগ্রেসের সমালোচনার মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। কংগ্রেসের তোপ, এই প্রক্রিয়াটা অনেকটা ‘উটের মুখে জিরা’-র মতো। অর্থাৎ, যা প্রয়োজন সেই তুলনায় অপেক্ষাকৃত কম চাকরিই দেওয়া হচ্ছে।
কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, অন্তত প্রধানমন্ত্রী মোদি স্বীকার করেছেন এখন বেকারত্ব একটা বড় সমস্যা।
তিনি আরও বলেছেন, রাহুল গান্ধীর ভারত জুড়ো যাত্রার এটাই প্রথম সাফল্য। কারণ দীর্ঘদিন ধরে তিনি বেকারত্ব নিয়ে আওয়াজ তুলে গিয়েছেন। এদিন কংগ্রেস নেতা ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘কিন্তু মোদিজি আপনি প্রতি বছর দুই কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই হিসেব অনুযায়ী বছরে ৮ বছরে ১৬ কোটি চাকরি হয়। আপনি আমাদের তারিখ এবং সময় বলুন যেদিন আপনি সমস্ত শূন্য সরকারি পদ পূরণ করবেন। ৭০ লক্ষ চাকরিতে হবে না। তরুণরা কর্মসংস্থান চায়। রাহুল গান্ধী তাদের প্রশ্ন তুলতেই থাকবেন।’ এদিন রোজগার মেলার সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন গত ৮ বছরে কেন্দ্রীয় সরকার কর্মসংস্থান ও স্বনির্ভর ক্ষেত্রে নিয়োগের কথা বলেন। তিনি এদিন..