পণের জন্য বধূহত্যা
ত্রিপুরা, ১ নভেম্বর : পি আর বাড়ি থানাধীন পশ্চিম পিপড়িয়াখলা আশ্রমপাড়া এলাকায় নিজ ঘরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়ালো এলাকায়। পরবর্তী সময়ে এলাকাবাসীর তরফে পি আর বাড়ি থানায় জানানো হলে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নীহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেই সাথে অভিযোগের ভিত্তিতে গৃহবধুর স্বামী সুব্রত মজুমদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং এর ফলে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিবরণে জানা যায় প্রায় বছর চারেক আগে সাব্রুম মহকুমার শ্রীনগর নিবাসী সুপ্তি মজুমদার এর সাথে হিন্দু শাস্ত্র মতে সামাজিকভাবে বিয়ে হয়, পশ্চিম পিপড়িয়াখলা আশ্রম পাড়ার বাসিন্দা সুব্রত মজুমদারের। বিয়ের সময় ছেলে এবং ছেলের বাড়ির চাহিদা অনুযায়ী যৌতুক হিসেবে নগদ অর্থ সহ সব ধরনের জিনিসপত্র দেওয়া হয়। সুপ্তির বাপের বাড়ির অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকেই নানা কারণ..