Feature NewsNewsঅন্যান্যত্রিপুরা

পথ অবরোধের খবর সংগ্রহে গিয়ে বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের হাতে আক্রান্ত সাংবাদিক

ত্রিপুরা , ২৮ সেপ্টেম্বর : কমলপুর, বেহাল সড়ক পথ, দুর্মূল্য পানীয় জল আর বিদ্যুতের অভাব। এই তিন সমস্যা নিয়ে জেরবার এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করেন। আর এই খবর সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎ নিগমের বাহুবলি সিনিয়র ম্যানেজারের হাতে আক্রান্ত সাংবাদিক । ঘটনা মঙ্গলবার। আমবাসা থানাধীন ০৮ নং জাতীয় সড়কের শিকারিবাড়ি এলাকায়।

ঘটনা, পানীয় জল, সড়ক আর বিদ্যুৎ এর সমস্যায় দীর্ঘদিন ধরে নাজেহাল শিকারিবাড়ি এলাকার মানুষজন।

বিভিন্ন দফতরে আর শাসক দলের নেতাদের কাছে এমনকি জনপ্রতিনিধিদের কাছে বারবার নালিশ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। নিছক আশ্বাসেই ফিরে আসতে হয়েছে তাদের। এই অবস্থায় মঙ্গলবার সকাল থেকে কয়েকশো জনজাতি অংশের এলাকাবাসী তিন সমস্যার সুরাহার দাবি নিয়ে জাতীয় সড়ক অবরোধে বসেন। অবরোধ স্থানের দুদিকে আটকে যায় যানবাহন। স্তব্ধ হয়ে পরে চলাচল। খবর পেয়ে ছুটে যায় পুলিশ বাহিনী। কিন্তু অবরোধকারীরা তাদের কথা মেনে অবরোধ তুলতে রাজি হয়নি। পরবর্তীতে পূর্ত দফতর, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দফতর এবং বিদ্যুৎ নিগমের কর্তাব্যক্তিরা ছুটে যান। তাদের সঙ্গে অবরোধকারীদের কথা বার্তা চলার সময় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার শান্তনু সাহা হঠাৎ করেই অবরোধকারীদের উপর খেপে যান বলে অভিযোগ..

সূত্র : ভবিষ্যত প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *