Feature NewsNewsঅন্যান্যবিশ্ব

পরমাণু হামলার আশঙ্কা ! ভারতীয়দের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দূতাবাসের

ত্রিপুরা, ২১ অক্টোবর : ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়িয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভে আছড়ে পড়ছে একর পর এক ‘কামিকাজে ড্রোন’। পরিস্থিতি আরও ঘোরাল করে ইঙ্গিতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এহেন পরিস্থিতিতে নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে কিয়েভের ভারতীয় দূতাবাস। সেখানে, ভারতীয় নাগরিকদের দ্রুত ইউক্রেনে ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার কিয়েভে ভারতীয় দূতাবাসের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “ইউক্রেনে ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে।

সংঘাত আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় নাগরিকদের ইউক্রেন সফরে না আসার আরজি জানানো হচ্ছে। পড়ুয়া-সহ যে ভারতীয় নাগরিকরা এখনও ইউক্রেনে আছেন, তাঁরা দ্রুত দেশে ফিরে যান।” বিশ্লেষকদের মতে, ইউক্রেনে হামলার ঝাঁজ আরও বাড়াতে চলেছে রাশিয়া। ফলে পরমাণু হামলার আশঙ্কাও বাড়ছে। তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছে না নয়াদিল্লি। সময় থাকতেই নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে কেন্দ্ৰীয় সরকার। উল্লেখ্য, আর আগেও একটি সতর্কবার্তা জারি করেছিল..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *