পলিব্যাগের ব্যাবহার কমেনি বরং বেড়েছে
ত্রিপুরা, ২১ নভেম্বর : চলতি বছরের পয়লা জুলাই থেকে একক ব্যাবহারযোগ্য প্লাস্টিক সারা দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তেমনি নিষিদ্ধ থার্মোকলের থালা ব্যাবহার বা বিক্রি। কিন্তু সারা দেশে অভিযান চললেও রাজ্য সরকার বা প্রশাসনের কোন হেলদোল নেই। কিছু দিন আগে রাজ্য দুখন নিয়ন্ত্রণ পর্ষদে একক ব্যাবহারযোগ্য প্লাস্টিক বন্ধে সেমিনার ছাড়া আর কিছুই হয় নি। পশ্চিম বঙ্গের বাজারগুলোতে প্রতিদিন অভিযান চলছে।
রাজধানীর ব্যাবসায়ীরা উল্টো ক্রেতাদের দোষারোপ করেছেন।
তাদের বক্তব্য ১০ টাকার মরিচ ক্রয় করলেও পলিব্যাগ দাবি করা হয়। প্রতিদিন এককেজির বেশি পলিব্যাগ দিতে হয় ক্রেতাদের। এক কেজি পলিব্যাগের দাম কম করেও ২০০ টাকা। তাই তারাও চাইছেন পলিব্যাগের ব্যাবহার বন্ধ হোক। কিন্তু তার জন্য বাজারগুলোতে অভিযান করার বদলে উৎপাদন বন্ধ করা দরকার। চুরাই বাড়ি চেকপোস্টে পলিব্যাগ বোঝাই গাড়িগুলোকে আটকে দেওয়া প্রয়োজন। আর তাতেই পলিব্যাগ..