পাকিস্তানে তৈরি ‘রুহ আফজা’ ভারতে বিক্রি নয় আমাজনকে নির্দেশ হাইকোর্টের
ত্রিপুরা, ১৭ নভেম্বর : পাকিস্তানে তৈরি রুহ আফজা’ নামক পানীয়টি এদেশে কখনওই বিক্রি করতে পারবে না ই-কমার্স সংস্থা আমাজন। এমনই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। নিঃসন্দেহে এই নির্দেশে স্বস্তি পেল ‘হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশন’। এই সংস্থাটিই এদেশে ‘রুহ আফজা’ তৈরি করে।
এদিন হাই কোর্টের বিচারপতি প্রতিভা সিংয়ের সিঙ্গল বেঞ্চে ছিল মামলাটির শুনানি।
এদেশের হামদর্দ সংস্থার তরফে মামলাটি করা হয়েছিল। ‘হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশনে’র দাবি ছিল, ‘গোল্ডেন লিফ’ নামের এক সংস্থা ‘রুহ আফজা’ ট্রেডমার্কে আমাজনে ব্যবসা করছিল। এদের তৈরি সামগ্রীগুলি এদেশের হামদর্দের তৈরি নয়। পরে জানা যায়, সেগুলি পাকিস্তানে তৈরি হয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর হাই কোর্ট আমাজনকে নির্দেশ দিয়েছিল, পাকিস্তানি সংস্থার তৈরি পানীয়টিকে তাদের বিক্রির তালিকা থেকে সরিয়ে দিক। এবার আদালত জানিয়ে দিল, আমাজনের ওই পাক পানীয় বিক্রিতে চিরতরে নিষেধাজ্ঞা জারি করা হল।