পুজোতে কঠোর নিরাপত্তা
ত্রিপুরা, ৩০ সেপ্টেম্বর : চতুর্থীতেই শহরের বড় বাজেটের পুজো মণ্ডপগুলো দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদবোধন করেন। এদিকে বৃহস্পতিবার বিকালে সাংবাদিক সম্মেলন করে আরক্ষা দফতর জানিয়ে দিয়েছে পুজোর দিনগুলোতে সারা রাজ্যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা রাজ্যে ২৫০৬টি দূর্গাপূজা হচ্ছে। এর মধ্যে শহর এলাকায় ৯৭৯টি এবং গ্রামীণ এলাকায় ১৫২৭টি পুজো হচ্ছে। শারদ উৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে
রাজ্যজুড়ে পুলিশ, টিএসআর, এসপিওদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি থাকবে সিআরপিএফ, বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনী।
বৃহস্পতিবার পুলিশের সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান আইজি আইন শৃঙ্খলা জ্যোতিষ্মান রায় চৌধুরি। তিনি গত কয়েকমাসে পুলিশের সাফল্য তুলে ধরেন। গত একমাসে সারা রাজ্যে পুলিশ ৮৬৩০ কেজি গাঁজা, ১৮৭ গ্রাম হেরোইন, ৮৯৪৬ বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। ৫১টি মামলা এনডিপিএস অ্যাক্টে দায়ের করা হয়েছে। ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি হেলমেট ছাড়া দ্বিচক্র যান চালানো..