পুজোর পর ময়দান কাঁপাতে জোরকদমে প্রস্তুতি কংগ্রেসের
ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : শারদোৎসবের দিনগুলিতে মানুষ যাতে কোনও ধরনের অসুবিধা সম্মুখীন না হন, সেজন্য সাময়িকভাবে কয়দিনের জন্য হলেও টানা কর্মসূচি থেকে বিরত থাকছে কংগ্রেস। তবে পুজোর পর দেরি না করে যে তারা ২০২৩ বিধানসভা ভোটের লক্ষ্যে ময়দান কাঁপাবে তা অবশ্য আগে থেকেই জানিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার পিসিসি সভাপতি জানান, শাসক বিজেপির সুশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছেন গোটা কংগ্রেস রাজ্যের মানুষ।
গলা ভরা প্রতিশ্রুতি আর সুশাসনের এই ডালি নিয়ে কখনই ভোট বৈতরণী পার হতে পারবে না। তারা। আমরাও সেই অনুযায়ী শারদোৎসব মিটে যেতেই ময়দান মুখো হয়ে পড়বো। কংগ্রেস ভবনে পিসিসি সভাপতি এ দিন কো-অর্ডিনেশন কমিটির সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ এক বৈঠক করেন। বৈঠকে সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা জারিতা লাইতফ্লাং, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পিসিসি সভাপতি বলেন….