পুরনিগমে চার মাসের বাজেট ১৪২ কোটি
ত্রিপুরা, ২৫ এপ্রিল : রাজ্য সরকারের অনুকরণে আগরতলা পুরনিগমেও পেশ করা হলো অন্তর্বর্তীকালীন বাজেট। আগামী চার মাসের জন্য ১৪২ কোটি ১০ লক্ষ টাকার ভোট অন একাউন্ট পেশ করা হলো পুর নিগমের গুরুত্বপূর্ণ বৈঠকে। তাতে অনুমিত আয় ধরা হয়েছে ১৪১ কোটি ৮৯ লক্ষ টাকা ও ঘাটতি ২১ লক্ষ ৫২ হাজার টাকা। আগামী ২৬ এপ্রিল পরবর্তী বৈঠকে আলোচনাক্রমে প্রস্তাবিত এই বাজেট গ্রহণ করা হবে। বৈঠক শেষের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে গৃহীত সিদ্ধান্তের কথা জানালেন। মেয়র দীপক মজুমদার। রাজ্য সরকার গত বিধানসভা অধিবেশনে আগামী ৪ মাসের জন্য ভোট অন একাউন্ট পেশ করে। যা অধিবেশনের শেষ দিন তা গৃহীত হয়। এবার একই পথ অনুসরণ করল আগরতলা পুর নিগমও। সোমবার রাজধানীর সিটি সেন্টারে নিগমের কনফারেন্স হলে সমস্ত কর্পোরেটর ও আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী চার মাসের জন্য ভোট অন একাউন্ট পেশ করা হয়। আগামী ২৬ এপ্রিল পরবর্তী বৈঠকে আলোচনাক্রমে প্রস্তাবিত এই বাজেট গৃহীত হবে। শুধু তাই নয়, পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ বাজেট পেশ করারও সিদ্ধান্ত নেওয়া হয়..