Feature NewsfleshNewsত্রিপুরা

পুর নিগমের সীমাহীন বর্বরতা

ত্রিপুরা, ২৩ নভেম্বর : বটতলাজুড়ে শুধুই আর্তনাদ। মঙ্গলবার দিনভর রাজধানীর সদা ব্যস্ত বটতলার মাটি ভিজলো ব্যবসায়ীদের কান্নায়। বি জে পি পরিচালিত আগরতলা পুর নিগম বুলডজারে গুঁড়িয়ে দিয়েছে ৫০ বছর, এমনকী ৭০ বছরেরও পুরনো বেশকিছু দোকান। স্মার্ট সিটির নামে দোকান ভেঙে দিয়ে ব্যবসায়ী ও তাদের সন্তানসন্ততিদের পেটে লাথি মারলো পুর নিগম। পুনর্বাসনের কোনো বিকল্প ব্যবস্থা না করেই দোকানগুলো ভেঙে দেয়ায় বি জে পি সরকারের বিরুদ্ধেই ব্যবসায়ীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বর্বরোচিত কায়দায় দোকানপাট ভেঙে দেয়ার প্রতিবাদ জানিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে সি পি আই (এম) ।

ব্যবসায়ীদের মাঝে ছুটে গিয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকারও। বি জে পি প্রশাসনের এই নির্দয় কার্যকলাপের বিরুদ্ধে বুধবার ২৪ ঘণ্টা বটতলা বাজার বন্ধ ডেকেছে বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী সমিতি।

মঙ্গলবার প্রতিদিনের মতো দোকান খোলার প্রস্তুতি নিয়ে বটতলায় এসে একাংশ ব্যবসায়ীরা দেখলেন সব শেষ। তাদের পরিবার-পরিজন নিয়ে খেয়ে বাঁচার একমাত্র অবলম্বন আর নেই। মনুষ্যত্বহীন সরকারের বুলডজার কেবল দাপাচ্ছে। চিৎকার, হাহাকার, বাঁচার একমাত্র অবলম্বন হারিয়ে রাস্তায় পড়েই গরিব এই ব্যবসায়ী ও তাদের পরিবার যখন কান্নায় ভেঙে পড়েছে তখনও চলছে বিশাল পুলিশ বাহিনীর ঘেরাটোপে বুলডজারের ধ্বংসলীলা। দোকানগুলোতে থাকা পণ্য সামগ্রী সরিয়ে দেওয়ার জন্য এক দুই ঘন্টা সময় চেয়ে আর্তনাদ করছিলেন কেউ কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *