পুলিশি অভিযানে কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার
ত্রিপুরা, ১২ ডিসেম্বর : বিজেপি সরকার আসার পর নেশামুক্ত ত্রিপুরা গড়তে সরকার পদক্ষেপ নিলেও তেমন সাফল্য মেলেনি। তাই রাজ্যের প্রতিটি আন্তর্জাতিক সীমান্ত এলাকা নেশা সাম্রাজ্যের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে।এবাদ পড়েনি সোনামুড়া মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকা।
প্রতিদিন সোনামুড়া সীমান্ত এলাকার বক্সনগর,রহিমপুর, পুটিয়া, আদমপুর, কুলুবাড়ী, শ্রীমন্তপুর,ধনপুর, যাত্রাপুর, এনসিনগর ও দুর্গাপুর এলাকা দিয়ে বিভিন্ন নেশা সামগ্ৰী যেমন-ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেট,ব্রাউন সুগার, বাংলাদেশে পাচার হয়।
বিশেষ করে সীমান্ত রক্ষী বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে সীমান্ত এলাকার পাচারকারীরা। মাঝে মধ্যে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে পাচার সামগ্রী উদ্ধার হতে দেখা যায়।এমনই এক ঘটনা ঘটে রবিবার সোনামুড়া ও মেলাঘর থানা..