Feature Newsfleshঅন্যান্যত্রিপুরা

পুলিশি ও বিএসএফের যৌথ অভিযানে ধ্বংস দেড় লক্ষ গাঁজা গাছ

ত্রিপুরা, ২২ অক্টোবর : বাম আমলে গাঁজার সাম্রাজ্য গড়ে উঠেছিল গোটা রাজ্যে। তবে সোনামুড়া মহাকুমা গাঁজা চাষের মুগয়াক্ষেত্র বলেই বেশি বলে পরিচিত। বর্তমানে সোনামুড়া মহকুমার পাশাপাশি অন্যান্য মহাকুমার গুলিতেও গাঁজা চাষের রমরমা। বিশেষ করে সোনামুড়া মহকুমার কমলনগর, মতিনগর, বাতাদোলা, কলমচৌড়া, বাগবের, কলসিমুড়া, বক্সনগর, রহিমপুর, পুটিয়া, মানিক্যনগর, ভেলুয়ারচর এই সব জায়গাগুলোতে গাঁজার চাষ চলছে। ২০১৮ সালের সরকার পরিবর্তন হওয়ার পর এক বছর গাঁজা চাষ খানিকটা কমলেও দুবছর যাবৎ রমরমিয়ে চলছে গাঁজা চাষ এই আবার সেই বাম আমলের কায়দায় বছর সোনামুড়া ও কলমচৌড়া থানাধীন কমলনগর . কলমচৌড়ার বিভিন্ন এলাকায় কয়েক কোটি গাঁজা গাছ রয়েছে বলে খবর। সোনামুড়া থানাধীন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *