Feature Newsfleshঅন্যান্যত্রিপুরা

পুষ্পবন্ত প্রাসাদে হচ্ছে ডিজিটাল মিউজিয়াম

ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : রাজ্যে এক নতুন ভাবনায় বিশ্ব পর্যটন দিবস- ২022 উদযাপন করা হবে। এবারের বিশ্ব পর্যটন দিবসের থিম হচ্ছে ‘রি-থিঙ্কি ট্যুরিজম’। এই ভাবনার আবহে রাজ্যে। পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আজ গীতাগুলি পর্যটন নিবাসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পর্যটন শব্দটির সাথে সমগ্র বিশ্বের মানুষ যুক্ত। কিন্তু বিগত কয়েক বছর করোনা অভিমারীর কারণে পর্যটন শিল্পের উপর আঘাত নেমে এসেছিল।

তাই ২০২২ সালের বিশ্ব পর্যটন দিবস উদযাপনে এসেছে একনতুন ভাবনা।

রি-থিঙ্কিং ট্যুরিজমের ভাবনায় বিশ্ব । পর্যটন দিবস উদযাপিত হচ্ছে। সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী বলেন, আগরতলার পুষ্পবস্ত প্রাসাদে ডিজিটাল মিউজিয়াম গড়ে তোলা হবে। এজন্য ভারত সরকারের কাছ থেকে ৪০ কোটি টাকা পাওয়া গেছে। আগামী ১৪ অক্টোবর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুমুকে দিয়ে পুষ্পবস্ত প্রাসাদে ডিজিটাল মিউজিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করার পরিকল্পনা রয়েছে। পর্যটনমন্ত্রী বালেন, ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও এখানে রয়েছে পর্যটন শিল্পের বিকাশের বিশাল সম্ভাবনা। পাহাড়ের অপরূপ সঙ্গমস্থল হাচ্ছে ত্রিপুরা উত্তর পূর্ব আমাদের রাজ্যের। ধর্মীয় পর্যটনের অন্যতম আকর্ষণ আকর্ষণীয় করে তুলতে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। তাছাড়াও রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র করে তোলা হচ্ছে। নারকেল কুঞ্জে হেলিপ্যাড হয়েছে। ডঙ্গুর জলাশয়ে ফ্লোটিং জেটি চালু করা হয়েছে। খুব শীঘ্রই চালু হবে হাউস বোট। সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী জানান, রাজ্যের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের রাত্রি বাসের জন্য লগহাট চালু করা হচ্ছে। রাজ্যে হাতাইকতর ইকোপার্ক, টেপানিয়া ইকোপার্ক ও সিপাহীজলায় ১৬টি লগহাট চালু রয়েছে। নারকেলকুদ্ধে ১৫টি লগহাট নির্মাণের কাজ শেষ হয়েছে। ভঙ্গুরে ৮টি ও ছবিমুড়ায় ৬টি লগহাট নির্মাণের কাজ চলছে। প্রসাদ প্রকল্পে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *