পূর্বতন সরকারের সময়ে আন্দোলনের নামে প্রতিষ্ঠানগুলিক ধবংস করা হয়েছে : মুখ্যমন্ত্রী
ত্রিপুরা, ২৪ ডিসেম্বর : পূর্বতন সরকারের সময়ে আন্দোলনের নামে প্রতিষ্ঠানগুলিকে ধংস করে দেওয়া হয়েছে৷ শুক্রবার বড়জলা বিধানসভা কেন্দ্রের দুর্জয়নগরে এএনএম সুকলের শিলান্যাস করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ পূর্ব ঘোষণা মোতাবেক শুক্রবার বড়জলা বিধানসভা কেন্দ্রের দুর্জয়নগরে এএনএম সুকলের শিলান্যাস করা হয়৷ ফলক উন্মোচন করে এএনএম সুকলের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ এএনএম সুকলের শিলান্যাস উপলক্ষ্যে আয়োজিত এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও কৃষি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার৷ প্রধানমন্ত্রী স্বপ্ণ দেখেন এবং তা বাস্তবায়িত করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলিপ দাস, বিধায়ক কৃষ্ণধন দাস, স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷