পেনশনে বেতনের ঊর্ধসীমা তুলে দিল শীর্ষ আদালত
ত্রিপুরা, ৭ নভেম্বর : মাসে ১৫ হাজার টাকার বেশি বেতন প্রাপক ইপিএফ গ্রাহকদের পেনশন খাতে অতিরিক্ত ১.১৬ শতাংশ হারে প্রদেয় অর্থ (কন্ট্রিবিউশন) জমা দিতে হবে না। শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এমপ্লয়িজ পেনশন স্কিমে (ইপিএস) সংশোধনী ২০১৪ সালে এনেছিল কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)।
সেখানে বলা হয়েছিল, ১৫ হাজার টাকার বেশি মাসিক বেতনধারী ইপিএফ গ্রাহককে অতিরিক্ত ১.১৬ শতাংশ হারে কন্টিবিউট করতে হবে।
শুক্রবার দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ ইপিএফওর এই সংশোধনীকে ‘ইনভ্যালিড’ বলে জানিয়ে দিয়েছে। যদিও সার্বিকভাবে ২০১৪ সালের সংশোধনী স্কিমটিকে আইনত বৈধ বলেই জানিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এদিনের..