পোস্টাল ব্যালটে ভোট শুরু আজ
ত্রিপুরা, ৮ ফেব্রুয়ারী : মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভা নির্বাচনের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হবে। ভোট কর্মী, পুলিশ কর্মী, গাড়ি চালক সহ যারা নির্বাচনের কাজে যুক্ত পোস্টাল ব্যালটে ভোট দেবেন। রাজ্যের ২৩টি মহকুমার সবকয়টিতে পোষ্টাল ব্যালট ভোটদানের জন্য ফেসিলিটেশন সেন্টার খোলা হয়েছে। তিনি আরো জানান, বিশেষভাবে সক্ষম বা দিব্যান্সজন এবং ৮০ বছরের উর্ধ্বে বয়স এমন ভোটার যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না তারা নিজের বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। আগামীকাল থেকে এই ভোট গ্রহণও শুরু হবে। রাজ্যে প্রায় ৮ হাজার এই ধরনের ভোটার বাড়িতে বসে ভোট দেবেন বলে তিনি জানান। আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সব রকম উদ্যোগ নিয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে। মঙ্গলবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ইতিমধ্যে ২০০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন হয়েছে। আগামী ৯ তারিখ আরো বাহিনী রাজ্যে আসবে। ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে নির্বাচনে। গত ৫ ফেব্রুয়ারী পর্যন্ত হিসাব