প্রদ্যোতের অসুস্থতায় গরম ভোট বাজারেও ঝিমুনি রোগাক্রান্ত মথা
ত্রিপুরা, ৩ জানুয়ারি : মথার সুপ্রীমো প্রদ্যোত কিশোরের শারীরিক অসুস্থতার কারণে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকে আপাতত বিরত রয়েছে তিপ্রামথা দল। ফলে যেখানে শাসকদল থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি কোনো না কোনো কর্মসূচিতে (ছোটো আকারে হলেও) নিজেদের আবদ্ধ রেখেছে সেখানে পাহাড়ে একাধিপত্য কায়েম জারি রাখা মথা আপাতত রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেদেরকে বিরত রাখায় স্বভাবত প্রশ্ন উঠছে তবে কী দলটি ‘ওয়ান ম্যান পার্টি’। তা না হলে যেখানে দলের অন্যান্য প্রথম সারির নেতৃত্বের পাশাপাশি এডিসিতে রয়েছে চেয়ারম্যান, সিইএম, ডেপুটি সিইএম সহ আরও অন্যান্য এমডিসিরা তারা কেনো নিজেদেরকে কোনো কর্মসূচিতে সামিল করতে পারছে না। এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে পাহাড় রাজনীতি নিয়ে চর্চা করেন এমন রাজনৈতিক মহল। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে এডিসির প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে যেখানে বিজেপি জনজাতি মোর্চা বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে রাজভবন অভিযান করলো সেখানে মথার পক্ষ থেকে তার পাল্টা কোনো কর্মসূচি করা হলো না। শুধু মাত্র ডেপুটি সিইএম অনিমেষ দেববর্মা সাংবাদিক সম্মেলন করে এই ধরনের অভিযান ভিত্তিহীন বলে জানিয়েই দলকে সীমাবদ্ধ রেখেছে। অথচ সামনেই যেহেতু নির্বাচন তাই জনজাতি মোর্চার রাজভবন অভিযানের কাউন্টার দিতে গিয়ে মথার পক্ষ থেকেও পাল্টা মিছিল কিংবা সমাবেশ করে জনজাতি মোর্চার অভিযোগ যে ভিত্তিহীন তা জনসমক্ষে নিয়ে যাওয়া প্রয়োজন..