প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের জোর তৎপরতা
ত্রিপুরা, ১৯ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি ঝটিকা সফরে রাজ্যে আসছেন চলতি মাসের ২৭ তারিখ। তাঁর এই সফরকে কেন্দ্র করে সাধারণ প্রশাসন ও আরক্ষা প্রশাসনের কর্ম তৎপরতা এখন তুঙ্গে। দফায় দফায় চলছে বৈঠক। সকালে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল ময়দানে রাজ্য পুলিশের মহানির্দেশকের নেতৃত্বে পদস্থ আধিকারিকরা সরেজমিনে ঘুরে দেখেন। খতিয়ে দেখেন নিরাপত্তা ব্যবস্থা।
পরবর্তী সময়ে মুখ্য সচিবের পৌরোহিত্যে মহাকরণে সংগঠিত হয় উচ্চ পর্যায়ের বৈঠক।
তাতে, প্রধানমন্ত্রীর রাজ্য সফর সূচি, নিরাপত্তা ব্যবস্থা এবং কোন্ কোন্ প্রকল্প-এর উদ্বোধন ও শিলান্যাস করবেন, সে ব্যাপারে আলোচনা করা হয়। প্রস্তাবিত এইসব বিষয়গুলো পাঠিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রীর সচিবালয়ে। তাঁর এই সফরকে কেন্দ্র করে সকাল থেকে রাত পর্যন্ত স্বামী বিবেকানন্দ ময়দান চৌহদ্দির মধ্যে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। সন্ধ্যায় বিশেষ তৎপরতার সঙ্গে সমস্ত কিছু সাফাই করে নেয়া হচ্ছে। এখন থেকে প্রতিদিনই গুরুত্বপূর্ণ বৈঠক হবে আরক্ষা এবং সাধারণ প্রশাসনের। ইতিমধ্যেই তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা মঙ্গলবার প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাজ্য..