Feature Newsত্রিপুরাভারতরাজনীতি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রশাসনে তৎপরতা আধিকারিককে শোকজ

ত্রিপুরা, ১৩ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রিপুরা সফরসূচি নিয়ে নাটকের পর নাটক রাজ্য প্রশাসনে। গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত কয়েক দফায় প্রধানমন্ত্রীর অফিস থেকে রাজ্য প্রশাসনে বার্তা আসছে ‘প্রাইম মিনিস্টার লাইকলি টু বি ভিজিট ত্রিপুরা। প্রধানমন্ত্রীর রাজ্য সফরের সর্বশেষ বার্তাটিও সেই একই কায়দায়।

এরফলে রাজ্য প্রশাসনে চরম বিভ্রান্তি। আগামী ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাজ্য সফরসূচি নিয়ে প্রশাসনে, আরক্ষা দপ্তরে দফায় দফায় বৈঠক হয়।

কিন্তু প্রধানমন্ত্রীর সম্ভাব্য ত্রিপুরা সফর সরকারিভাবে ঘোষণার দায় নিতে চাইছে না কেউ। ইতিপূর্বে গত ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসবেন বলে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে একটি চিঠির মাধ্যমে সংবাদ মাধ্যমকে জানানো হয় সংবাদ মাধ্যমের জন্য বিবেকানন্দ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভা কভারের জন্য সাংবাদিকদের ছবি ও চিঠি চাওয়া হয় ৭ ডিসেম্বর। ঐ দিন রাতেই এই চিঠি প্রত্যাহার করে নেয় তথ্য দপ্তর। মুখ্যসচিব কৈফিয়ত তলব করেন তথ্য দপ্তরের। উল্লেখ্য, তথ্য দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাসের অনুপস্থিতিতে যে আধিকারিক অধিকর্তার পক্ষে স্বাক্ষর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *