Feature Newsfleshভারতরাজনীতি

প্রধানমন্ত্রী হিসেবে মোদীর নয় বছর পূর্তি ! দেশ জুড়ে ব্যাপক প্রচার পরিকল্পনা বিজেপির

ত্রিপুরা, ১৬ মে : কর্নাটকে ক্ষমতা হারানোর মধ্যে কেন্দ্রে মোদী সরকারে নয় বছর পূর্তি হতে চলেছে। সরকারের নয় বছরের কাজ দেশবাসীর সামনে তুলে ধরতে দেশব্যাপী ব্যাপক প্রচার কর্মসূচি নিয়েছে বিজেপি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিজেপি সারা দেশে মাসব্যাপী বিশেষ সংযোগ অভিযানের পরিকল্পনা নিয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই কর্মসূচি শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন। শুরুতেই ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় সমাবেশে যোগ দেবেন। এছাড়াও বিজেপির সিনিয়র নেতারা সারা দেশে ৫১টি সমাবেশে যোগ দেবেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী এবং জাতীয় নেতাদের উপস্থিতিতে ৩৯৬ টি লোকসভা কেন্দ্রে জনসভার পরিকল্পনা করা হয়েছে। এইসব সভাগুলির মধ্যে দিয়ে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার নির্বাচনের প্রস্তুতিও শুরু করে ফেলতে চায় বিজেপি। দেশে দেশে করা সভাগুলির মাধ্যমে মোদী নেতৃত্বাধীন সরকারের নীতি এবং সাফল্য জনগণের কাছে পৌঁছে দিতে চায় গেরুয়া শিবির।বিশেষ সংযোগ অভিযানে প্রতিটি লোকসভা কেন্দ্রে অন্তত ২৫০ টি পরিবারকে নিয়ে সারা দেশে একলক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ তৈরি করা হবে বিজেপি তরফে। সমাজের প্রভাবশালী ব্যক্তি দেশের বিশিষ্ট ক্রীড়াবিদ, শিল্পী, শিল্পপতি এবং যুদ্ধের নায়কদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন সংশ্লিষ্ট রাজ্য তথা শহরের বিজেপি নেতারা। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে ২৯ মে সারা দেশে একযোগে সাংবাদিক সম্মেলন করা হবে। সেইসব সাংবাদিক সম্মেলন করবেন, নির্দিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতারা। রাজ্যগুলির রাজধানীতে করা সাংবাদিক সম্মেলনে হাজির থাকবেন বিজেপির সিনিয়র নেতারাও। এব্যাপারে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালানো হবে। তিন স্তরের কর্মসূচির অংশ হিসেবে দলীয় কর্মীদের ১ থেকে ১২ জুন অন্য কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *