প্রবল শীতে কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য, মরুরাজ্যেও জম্পেশ ঠাণ্ডা
ত্রিপুরা, ২৬ ডিসেম্বর : প্রবল শীতে কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পঞ্জাব-সর্বত্রই জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে। মরুরাজ্য রাজস্থানেও জাঁকিয়ে ঠাণ্ডায় মানুষের ঘুম ভাঙছে দেরিতে। সোমবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল হরিদ্বার, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে, ঘন কুয়াশার মধ্যেও জাঁকিয়ে ঠাণ্ডা ছিল উত্তর প্রদেশের গাজিয়াবাদেও। দিল্লির পালমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশের মোরাদাবাদও, সেখানে কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়। মোরাদাবাদে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের মাউন্ট আবুতে তাপমাত্রা কমে যাওয়ায় বরফের স্তর জমে যায় গাড়ির ওপর, গাড়ির কাঁচে বরফ জমে থাকতে দেখা যায়। রাজস্থানের চুরুতে সর্বনিম্ন তাপমাত্রা কমে ০.০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সোমবার শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের অবস্থা ছিল রাজস্থান, হরিয়ানা ও দিল্লির কিছু অংশে। হরিয়ানার আম্বালা ও অমৃতসরে এদিন ছিল জাঁকিয়ে ঠাণ্ডা। অমৃতসরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শীত এতটাই বেশি ছিল ভোরের দিকে রাস্তায় সেভাবে দেখা যায়নি মানুষজনকে।