Feature NewsNewsত্রিপুরারাজনীতি

প্রশাসনিক উদ্যোগে খামতি না থাকলেও শঙ্কায় জনগণ

ত্রিপুরা, ২৩ ফেব্রুয়ারী : ফল প্রকাশের বাকি আরও ৭দিন। কুর্শি কার দখলে যাবে এনিয়ে যখন রাজনৈতিক নেতাদের মধ্যে দিন দিন বাড়ছে উৎকণ্ঠা তেমনিভাবে আরও একটি আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে সাধারণ জনগণকে। সেই আশঙ্কাটি হলো ফল প্রকাশের পর রাজনৈতিক হিংসার আশঙ্কা। ভুয়ো হোক কিংবা সত্যি হোক ইতিমধ্যেই নেট দুনিয়ায় সিকি আধুলি নেতাদের রাজ্য ছাড়ার ছবি ভাইরাল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে সেই রাজনৈতিক হিংসার আশঙ্কা আরও তীব্র থেকে তীব্রতর প্রায় প্রতিদিনই সামাজিক মাধ্যমে এই ধরনের ছবি ভাইরাল হয়ে চলেছে। যদিও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ধরনের ভাইরাল হওয়া ছবিগুলিকে ফেইক অর্থাৎ ভুয়ো বলে নিজেরা সাফাই গেয়ে চলেছেন। তারপরও সাধারণ মানুষের মধ্যে কিন্তু ফল প্রকাশের পর রাজনৈতিক হিংসার আশঙ্কা কিছুতেই কমছে না। যদিও নির্বাচন কমিশন বারবারই জনগণকে সচেতন করছেন তারা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *