প্রস্তুতির গোছগাছ শুরু করল নির্বাচন কমিশন, ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা
ত্রিপুরা, ২ নভেম্বর : ভোটমুখী প্রশাসন। নির্বাচন সঠিক সময়েই হবে ধরে নিয়ে রাজনৈতিক দলগুলি যখন চুড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে, ঠিক তেমনিভাবে প্রশাসনও কিন্তু সেভাবে সেজে উঠছে। বলা যায়, শাসকদলের মর্জি মতোই সাজিয়ে তোলা হচ্ছে রাজ্যের আরক্ষা প্রশাসন থেকে সাধারণ প্রশাসন। যে কারণেই থানা স্তরে রদবদলের পাশাপাশি এসডিপিও এবং এসপি পর্যায়ে প্রায় প্রতিদিনই রদবদল করা হচ্ছে।
অন্যদিকে সাধারণ প্রশাসনে টিসিএস থেকে শুরু করে আইএস পর্যায়েও রদবদল হচ্ছে প্রায় প্রতিদিন।
ফলে রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রশাসনও ভোটমুখী। শুধু তাই নয়, রাজনৈতিক দল এবং প্রশাসনের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনও ঘরে বসে নেই। তারাও ভোটার তালিকা থেকে শুরু করে দপ্তরের অন্যান্য কাজকর্মগুলি খুব শীঘ্রই শেষ। করে নিতে চাইছে। গতকাল অর্থাৎ ৩১ অক্টোবর ভারতের নির্বাচন কমিশনারের আদেশ অনুযায়ী রাজ্যের নির্বাচন কমিশনও ভোটার তালিকা সংশোধনের নির্দেশিকা জারি করলো।