Feature NewsNewsএই মুহূর্তেভারত

প্রায় তৈরি রাম মন্দির! শীঘ্রই উদ্বোধন

ত্রিপুরা, ২৭ অক্টোবর : রাজস্থান থেকে আনা গ্রানাইট পাথর ব্যবহার করা হচ্ছে ২.৭ একর জায়গা জুড়ে এই মন্দির নির্মাণের জন্য। এই প্রকল্পের ম্যানেজার জগদীশ আফালে বলেন, গর্ভগৃহটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাম নবমীতে রাম লালার মূর্তির ওপর সূর্যের রশ্মি পড়ে। ১,৮০০ কোটি টাকা খরচ করে মন্দিরটি তৈরি করা হচ্ছে। রাই বলেন, নির্মাণ কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে।

মকর সংক্রান্তির সময় মুন্দিরের গর্ভগৃহে রাম লালার মূর্তি স্থাপনের পর ২০২৪ সালের জানুয়ারিতে অযোধ্যার রাম মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই সাংবাদিকদের জানিয়েছেন যে মন্দিরটি ভূমিকম্প-প্রতিরোধী এবং ১,০০০ বছরেরও বেশি সময় ধরে যথেষ্ট মজবুত থাকবে। যেই দিন রাম মন্দির উদ্বোধন করা হবে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *