প্রিয়াঙ্কা আসছেন রাজ্যে
ত্রিপুরা, ২৬ অক্টোবর : আগামী ২৬ শে নভেম্বর রাজ্যে আসতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রদেশ কংগ্রেসের ডাকে ২৬ শে নভেম্বর আগরতলা আস্তাবল ময়দানে কেন্দ্রীয় জমায়েতের জন্য উদ্যোগ চলছে। জমায়েতে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রধান বক্তা হিসাবে পেতে চাইছে প্রদেশ কংগ্রেস। যতটুকু জানা গেছে, প্রিয়াঙ্কা গান্ধী আমন্ত্রণ গ্রহন করেছেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চেস্টা করছে প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে আগরতলায় জনসভা করার জন্য।
কিন্তু কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচনকে করে কেন্দ্রীয় সমস্ত নেতৃত্ব ব্যাস্ত থাকায় তা এতদিন সম্ভব হয়নি। এ আই সি সি র তরফ থেকেও বলা হয়েছিল সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হলে পর ত্রিপুরার সমাবেশের বিষয়টি চুড়ান্ত করা হবে। সে মোতাবেক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রস্তুতি শুরু করেছে যাতে ২৬ শে নভেম্বর আগরতলা আস্তাবল ময়দানে কেন্দ্রীয় জমায়েত করা যায়। যতটুকু খবর পাওয়া গেছে, জমায়েতে কয়েকজন বিজেপি বিধায়ক ও নেতা ঐদিন আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস দলে যোগদান করতে পারে। তবে এই সংখ্যাটা কত এখনই তা প্রকাশ করতে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সূত্রে এমনও খবর রয়েছে যে, আস্তাবল ময়দানের জমায়েতের পরই কংগ্রেস সি পি আই এম এবং মথার সাথে আঁতাতের বিষয়ে পার্টির অবস্থান স্পট করা হবে। তবে এটা ঘটনা, বিজেপির মন্ত্রী বিধায়কদের মধ্যে য়ে অংশ আগামী নির্বাচনে টিকিট পাচ্ছেননা বলে নিশ্চিত হয়েছেন, তাদের বেশ কজন ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সাথে সম্পর্ক রাখছেন। ফলে পরবর্তী বিধান সভা নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজ্য রাজনীতিতে নতুন নতুন সমিকরন যেমন স্পষ্ট হচ্ছে তেমনি শাসক দল বিজেপিও চাপে পড়ছে।