ফায়ার সার্ভিসে রেশন মানি বাড়ল না, সরকারের ভূমিকায় ক্ষোভ
ত্রিপুরা, ১৯ অক্টোবর : কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক খুঁজে পাচ্ছে আমজনতা। সরকারের মেয়াদ যত ফুরিয়ে আসছে ততই অভিযোগ সামনে চলে আসছে। শুধু সাধারণ মানুষই নয়, খোদ সরকারের কর্মচারীরাই বলছে সরকারের কথা ও কাজের মধ্যে মিল নেই।
২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন সুনীল দেওধর, বিপ্লব কুমার দেবরা।
তাদের মধ্যে অন্যতম রাজ্যের কর্মচারী ইস্যু। কিন্তু সেই কর্মচারীদের পাওনাগণ্ডা সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়া দূরের কথা, ভোটের আগে ও পরে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করছে না সরকার। এ সরকারের প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন সময় কথা..