ফিডকো কর্মীদের তালাবন্দী করলেন বিরক্ত বিদ্যুৎ ভোক্তারা
ত্রিপুরা , ২২ সেপ্টেম্বর : বিদ্যুৎ সংস্থা ফিডকোর পরিষেবায় অতিষ্ঠ বামুটিয়া এলাকাবাসী। প্রতিবাদে ২১ সেপ্টেম্বর বুধবার বামুটিয়া কালিবাজারস্থিত ফিডকো অফিসে নিয়োজিত কর্মীদের তালাবন্দী করে রাখলো বামুটিয়ার ভোক্তারা। তিতিবিরক্ত হয়ে বামুটিয়ার ক্ষুব্ধ ভোক্তারা একরাশ অভিযোগ জানালেন ফিডকো কোম্পানির বিরুদ্ধে। ক্ষোভের বহিঃপ্রকাশ এতটাই তীব্র ছিল যে, ভোক্তারা মিছিল করে ফিডকো কম্পানিকে বামুটিয়া ছাড়ার স্লোগান দেন।
ভোক্তাদের অভিযোগ বিদ্যুৎ কোন সময় যায় আসে তার কোন নিয়ম নীতি নেই।
কোনটা লোডশেডিং, কোনটা শাটডাউন, কোনটা তেত্রিশ কেভি ফল্ট বোঝার উপায় নেই। বামুটিয়ার ভোক্তারা আরো জানান মনসা পূজার দিন ৩২ বার বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া এবং আসার কারণে বামুটিয়ার তিনটি দোকানের প্রিন্টার জেরক্স মেশিন নষ্ট হয়ে গেছে বেকার যুবক ভাইদের। সামান্য বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়। বামুটিয়ার কোথাও বিদ্যুতের লাইনে গোলযোগ হলে সেটা সারাই করার জন্য তিনচার দিন সময় লেগে যায়। তাদেরকে ফোন করলে বা বিদ্যুতের ত্রুটি বা সমস্যার কথা খাতায় লিখে এলেও সারাইয়ের জন্য উদ্যোগ গ্রহণ করা। যার কারণে বাধ্য হয়ে বামুটিয়া বিধানসভার বিদ্যুৎ ভোক্তারা সকলে মিলে ২১ সেপ্টেম্বর ফিডকো অফিস ঘেরাও করেন, ও অফিস কর্মচারীদের করেন।
তালাবন্দী করে রাখেন। খবর পেয়ে বামুটিয়া থানার আরক্ষা কর্মীরা উপস্থিত হন। দীর্ঘক্ষণ পরে স্থানীয় বিধায়ক নিজের মুখ এবং মানরক্ষা করতে ফিডকো অফিসে যান। সেখানে গিয়ে ভোক্তাদের পক্ষে ফিডকো কোম্পানির দায়িত্ব প্রাপ্ত এসডিএম পল্লব পোদ্দারের সঙ্গে কথা বলেন। বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকোর এসডিএম পল্লব পোদ্দার ভোক্তাদের আশ্বস্ত করেন মহালয়া, তথা ২৫ সেপ্টেম্বরের মধ্যে বামুটিয়া উদ্বোধন হওয়া ৩৩ কেভি সাবস্টেশন এর টেকনিকেল ত্রুটিগুলি সারাই করে বামুটিয়া এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। এই আশ্বাস পাওয়ার পর বামুটিয়া বাসীরা পল্লব পোদ্দারসহ অন্যান্য কর্মীদের তালামুক্ত করেন ।