ফিরল দুঃসহ স্মৃতি, ভোপালে ফের কারখানা থেকে লিক গ্যাস, অসুস্থ বহু
ত্রিপুরা, ১৮ নভেম্বর : ৩৭ বছর আগের একদিন। আকাশে বাতাসে ছড়িয়ে গিয়েছিল মৃত্যুর গন্ধ। প্রাণ গিয়েছিল হাজার হাজার মানুষে। চুরাশির সেই দুঃসহ আতঙ্ক ফিরল ভোপালে। মধ্যরাতে কারখানা থেকে ফের গ্যাস লিক। ফের অসুস্থ বহু। ফের মাঝরাতে ঘর ছাড়ার হিড়িক।
যদিও শেষ পরাস্ত পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
ঘটনার সূত্রপাত বুধবার মধ্যরাতে। স্থানীয় সূত্রের খবর, রাত আড়াইটে নাগাদ হঠাত ভোপালের মাদার ইন্ডিয়া কলোনিতে একটি পানীয় জলের কারখানা থেকে ক্লোরিন গ্যাস লিক করা শুরু করে। ক্লোরিনের ঝাঁঝালো গন্ধে অসুস্থ হতে থাকেন স্থানীয়রা। কারও শ্বাসকষ্ট, কারও তীব্র মাথা যন্ত্রণা..