ফু দিলেই ধরা পড়বে ক্যানসার
ত্রিপুরা, ১৯ অক্টোবর : আইআইটি বিজ্ঞানীদের নয়া আবিষ্কার ঘিরে শোরগোল ক্যানসার। এই মারণ রোগের নাম শুনলেই সকলে শিউরে ওঠেন। কিন্তু যদি ঠিক সময়ে ধরা পড়ে, তাহলে এই ভয়ংকর অসুখকেও হারানো সম্ভব। আর এখানেই বড়সড় সাফল্যের মুখ দেখেছে আইআইটি রুরকি। তাদের দাবি, তারা এমন এক সহজ যন্ত্র বানিয়েছে, যা কেবল নিঃশ্বাস থেকে ক্যানসারকে চিহ্নিত করতে পারবে।
গবেষকদের দাবি, এই যন্ত্রের সাহায্যে স্তন, ফুসফুস ও মুখের ক্যানসারকে শনাক্ত করা যাবে।
তিন বাঙালি অধ্যাপক ইন্দ্ৰনীল লাহিড়ী, পার্থ রায় ও দেবরূপা লাহিড়ীর নেতৃত্বে এক গবেষক দল এই যন্ত্রটি তৈরি করেছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই টাটা স্টিলের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তিও করে ফেলেছে আইআইটি রুরকি। ঠিক কীভাবে কাজ করবে এই যন্ত্র ? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অধ্যাপক ইন্দ্রনীল লাহিড়ী জানাচ্ছেন, ”এটা একটা দ্রুত..