Feature Newsfleshএই মুহূর্তেভারত

ফেরেনি কালো টাকা, ১৪ বছরে রেকর্ড গড়ে সুইস ব্যাঙ্কেই ভারতীয়দের ৩০ হাজার কোটি

ত্রিপুরা, ২৮ অক্টোবর : কোভিড কালে আম আদমির যাই দশা হোক, ফুলেফেঁপে উঠেছে ভারতীয়দের একাংশের সম্পত্তি। অন্তত সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাঙ্কে গচ্ছিত অর্থের বহরে তা দিব্যি টের পাওয়া যাচ্ছে। গত একবছরে সেদেশে জমা করা টাকার নিরিখে রীতিমতো রেকর্ড গড়েছেন ভারতীয়রা।

শুক্রবার এমনই তথ্য সামনে এসেছে সুইস ন্যাশনাল ব্যাঙ্কের প্রকাশিত রিপোর্টে।

সূত্রের খবর, শুধু ২০২১ সালে ৩০ হাজার ৫০০ কোটিরও বেশি টাকা বিভিন্ন সুইস ব্যাঙ্কে জমা করেছেন। ভারতীয়রা। অঙ্কটা গত ১৪ বছরে সর্বোচ্চ। ‘ক্ষমতায় এলেই বিদেশ থেকে কালো টাকা ফেরত আনব। প্রত্যেক দেশবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ১৫ লক্ষ টাকা। ২০১৪ সালে লোকসভা ভোটের প্রচারে এমনই ‘আচ্ছে দিনে’র প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর দাবি করেছিলেন, ১০০ দিনের মধ্যে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *