Feature Newsঅন্যান্যত্রিপুরাপূর্বোত্তর

ফের আসাম আগরতলা জাতীয় সড়ক রক্তাক্ত

ত্রিপুরা , ২৮ সেপ্টেম্বর : ফের আসাম আগরতলা জাতীয় সড়ক রক্তাক্ত। জাতীয় সড়কে বাইক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত বাইক আরোহী। ঘটনা, সোমবার রাতে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি এলাকায় ।

জানা যায়, আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে আগরতলা দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসার পথে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে,

সঙ্গে সঙ্গে বাইকে থাকা বাইকের চালক ছিটকে পড়ে জাতীয় সড়কের উপর এবং গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে লোকজনেরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের এবং এই দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল কর্মীরা তৎক্ষণাৎ দুর্ঘটনস্থলে ছুটে যায় এবং আহতকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বাইকে থাকা আহত ওই যুবকের নাম অজয় দাস, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকায়। ওই যুবকের অবস্থা গুরুতর হওয়াতে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যুগে রাজধানী আগরতলার রেফারেল জি.বি হাসপাতালে স্থানান্তরিত করে। জানা যায়, কোন একটি গাড়ির ধাক্কায় ওই বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। পরবর্তী দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ পৌঁছায় দুর্ঘটনাস্থলে এবং দুর্ঘটনাগ্রস্থ বাইক থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *