ফের বদলাতে চলেছে ৫০০ টাকার নোট, নয়া পরিকল্পনা রিজার্ভ ব্যাঙ্কের
ত্রিপুরা , ২৭ সেপ্টেম্বর : ৫০০ টাকার নোটের ক্ষেত্রে বড়সড়ো বদল আসতে চলেছে। অন্ততপক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই নোটের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে তাদের। নোটের ক্ষেত্রে যে কোন ধরনের পরিবর্তনের কথা সামনে এলেই মনে পড়ে যায় ৬ বছর আগের নোট বন্দি। ২০১৬ সালের ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালো টাকার রমরমা রুখতে রাতারাতি জাতির উদ্দেশ্যে ভাষণ রেখে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেন।
সেই নোট বাতিল হওয়ার পর বাজারে আসে নতুন ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট।
বর্তমানে বাজারে ৫০০ টাকার নোট বিপুল পরিমাণে ব্যবহৃত হলেও ২০০০ টাকার নোটের ব্যবহার কমে গিয়েছে। নোট বন্দির পর নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট বাজারে আনার পাশাপাশি নতুন নতুন নোট আসে ১০০ ও ২০০ টাকার। আর এবার নোট বন্দি না হলেও ৫০০ টাকার নোটের ক্ষেত্রে একাধিক আপগ্রেডেশন করার পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে সাধারণ নাগরিকদের কোন হয়রানির শিকার হতে হবে না।সম্প্রতি বাজারে যে সকল ৫০০ টাকার নোট চলছে সেই টাকাগুলি নিয়ে বোম্বে হাইকোর্ট বিশেষজ্ঞদের উদ্দেশ্য করে বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছে। বর্তমানে বাজারে যে সকল নোট এবং কয়েন চলছে সেগুলি দৃষ্টিহীনদের কাছে কিভাবে আরও সহায়ক করা যেতে পারে তা নিয়ে মতামত চাওয়া হয়। এক্ষেত্রে বিশেষজ্ঞরা যদি সঠিক কোন পরামর্শ দিতে পারেন তাহলে ৫০০ টাকার নোট সহ অন্যান্য নোট এবং কয়েনের আপগ্রেডেশন করা হতে পারে।